ঢাকা শনিবার
১৮ মে ২০২৪
১১ মে ২০২৪

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় অ্যারামিট সিমেন্ট


Reporter01
38

প্রকাশিত: ০৩ মে ২০২৪
ঘুরে দাঁড়ানোর চেষ্টায় অ্যারামিট সিমেন্ট Collected from online



নিজস্ব প্রতিবেদক

প্রতিনিয়ত লোকসান গুনছে অ্যারামিট সিমেন্ট পিএলসি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৪) শেয়ার প্রতি লোকসান রয়েছে। গত অর্থবছরের একই সময়েও কোম্পানিটি লোকসানে ছিল বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

তবে শিগগিরই এ লোকসান থেকে বেরিয়ে আসার আশা করছেন কোম্পানিটির কর্তৃপক্ষ। সূত্রটি বলছে, বর্তমানে কোম্পানিটি লোকসানে রয়েছে। তবে খুব শিগগিরই কোম্পনিটি ঘুরে দাঁড়াবে। সে জন্য ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে কোম্পানিটি। বিনিয়োগকারীদের হতাশ না হওয়ার জন্য অনুরোধ করেছে কোম্পানির ম্যানেজমেন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) তৃতীয় প্রান্তিকে অ্যারামিট সিমেন্টের লোকসান হয়েছে ৪ টাকা ২৬ পয়সা। এর আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ৩ টাকা ৯৭ পয়সা।

এছাড়াও তিন প্রান্তিক (জুলাই২৩-মার্চ২৪) মিলিয়ে কোম্পানিটির ১২ টাকা ১৪ পয়সা লোকসান হয়েছে। গতবছরের একই সময়ে লোকসান হয়েছিল ১১ টাকা ৬৬ পয়সা।

অ্যারামিট সিমেন্টের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) শাহ্আলম জবাবদিহিকে জানান, ডলারের মূল্যের অস্থিতিশীলতা, এলসি সংকটের কারণে আমরা লোকসান থেকে বের হতে পাচ্ছি না। এছাড়াও গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের উৎপাদন খরচ বেড়ে গেছে। যে কারণে লোকাল মার্কেটের সঙ্গে আমরা সামঞ্জস্য বজায় রাখতে পাচ্ছি না। তবে আমাদের ম্যানেজমেন্ট চেষ্টা করছে আগামী অর্থবছরের শুরু থেকেই ঘুরে দাঁড়াতে। বিনিয়োগকারীদের একটু ধৈর্য ধরতে হবে। নিরাস হলে চলবে না। বিনিয়োগকারীদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।

ডিএসই সূত্রে জানা গেছে, অ্যারামিট সিমেন্টের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৩ কোটি ৮৮ লাখ টাকা। ২০২২ সালে কোম্পানিটি ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। কোম্পানির শেয়ার সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার; যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার রয়েছে ৪৫ দশমিক ৯২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১০ দশমিক ৫৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৪৩ দশমিক ৫১ শতাংশ। কোম্পানির আজ (২ মে) সমাপনি শেয়ার দর ছিল ২১ দশমিক ৭০ টাকা।


আরও পড়ুন:

বিষয়: