ঢাকা শনিবার
২৭ এপ্রিল ২০২৪
২০ এপ্রিল ২০২৪

অনুমোদিত মূলধন বাড়বে রূপালী ব্যাংক


Reporter01
40

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪
অনুমোদিত মূলধন বাড়বে রূপালী ব্যাংক Collected from online



নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি অনুমোদিত মূলধন ১ হাজার ৮০০ কোটি টাকা বাড়ানোর অনুমতি পেয়েছে। রোববার (২৪ মার্চ) ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটির অনুমোদিত মূলধন ১৮০০ কোটি টাকা বাড়িয়ে ২ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (২০ মার্চ) অর্থ মন্ত্রণালয় থেকে এ অনুমোদন দেওয়া হয়।

রূপালী ব্যাংক পিএলসি সেবার মান বৃদ্ধি, খেলাপী ঋণ আদায় ও ঋণ বিতরণে বৈচিত্র আনয়নের মাধ্যমে ২০২৩ সালে মুনাফাসহ সকল আর্থিক সূচকে রেকর্ড সৃষ্টি করেছে। ব্যাংকটির খেলাপী ঋণ আদায়, আমানতের প্রবৃদ্ধি, ঋণ বিতরণ, নতুন হিসাব খোলা, লোকসানী শাখা কমানো ও অটোমেটেড চালনসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।


আরও পড়ুন:

বিষয়: