ঢাকা শনিবার
০৪ মে ২০২৪
২৮ এপ্রিল ২০২৪

১২৫ শতাংশ লভ্যাংশ দেবে গ্রামীণফোন


Reporter01
59

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৪
১২৫ শতাংশ লভ্যাংশ দেবে গ্রামীণফোন



স্টাফ রিপোর্টার

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড (জিপি) গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ দশমিক ৪৯ টাকা, যা আগের বছর ২২ দশমিক ২৯ টাকা ছিল। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৪৪ দশমিক ৮৮ টাকা , যা আগের বছর ৪৭ দশমিক ২৬ টাকা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৯.৩৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ মে সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ফেব্রুয়ারি।


আরও পড়ুন:

বিষয়: