ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

ট্রেন্ড লাইন মানছে সূচক, তবে ক্যান্ডেলে ভিন্ন ইঙ্গিত


নিউজ ডেস্ক
45

প্রকাশিত: ০৫ জানুয়ারীজানুয়ারী ২০১৮
ট্রেন্ড লাইন মানছে সূচক, তবে ক্যান্ডেলে ভিন্ন ইঙ্গিত



স্টাফ রিপোর্টার: ৫ নভেম্বর, সোমবার সূচকে শুরুতে বাই প্রেশার থাকলেও শেষে সেল প্রেশার চলে আসে। ফলে আজ সূচকে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল রিভার্সাল নির্দেশ করে। তবে রেজিস্টেন্স লেভেলের নিচে থাকায় সূচক রিভার্স করতে পারবে কিনা সে সম্পর্কে কোনও ধারণা করা যাচ্ছেনা। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী লেনদেনের শুরুতে কিছুটা বুলিশ ভাব লক্ষ্য করা গেলেও ট্রেন্ড লাইনে বাঁধাগ্রস্থ হয়ে সূচক ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। সাধারণত এই ক্যান্ডেলটির আবির্ভাবের পর সূচক কিছুটা আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে। তবে বর্তমান অবস্থায় মেজর রেজিস্টেন্স কাছাকাছি থাকায় তা ব্রেক আউট করার সম্ভাবনা কম সূচকের। পাশাপাশি ব্রেক আউট করলেও পরবর্তী ট্রেন্ড লাইনে বাঁধাগ্রস্থ হওয়ার সম্ভাবনা বেশি সূচকের। এদিকে লোআর ট্রেন্ড লাইনের দিকে লক্ষ্য করলে দেখা যাবে সূচক পরপর ২ বার সেই ট্রেন্ড লাইনে বাঁধাগ্রস্থ হয়ে রিভার্স করেছে। আগামীকাল আবার সেল প্রেশার চলে আসলে সূচক লোআর ট্রেন্ড লাইনের কাছাকাছি চলে যাবে বলে ধারণা করা যায়। আরও দেখুন-

আবারও সূচকের মেজর সাপোর্ট ব্রেক ডাউন

গ্যাস জেনারেটর কিনবে মতিন স্পিনিং

পতন থামাতে কোম্পানিগুলোর লভ্যাংশ বৃদ্ধি ও সরকারের নীতিগত সমার্থন প্রয়োজন


আরও পড়ুন:

বিষয়: