ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

ব্লক মার্কেটে আজও শীর্ষে শাহজালাল ইসলামী ব্যাংক


নিউজ ডেস্ক
68

প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৮
ব্লক মার্কেটে আজও শীর্ষে শাহজালাল ইসলামী ব্যাংক



স্টাফ রিপোর্টার :  ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার (২৩ অক্টোবর, ১৮) ব্লক মার্কেটে ৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ১ ট্রেডে কোম্পানিটির ২৫ লাখ শেয়ার লেনদেন হয়। গতকালও লেনদেনের শীর্ষে ছিল শাহজালাল ইসলামী ব্যাংক।

ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়

ডিএসই জানায়, মূল্যমানের (ভ্যালূর) দিক থেকে প্রথমে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। দ্বিতীয়  অবস্থানে অছে ইসলামী ব্যাংক কোম্পানি লি.। তৃতীয় অবস্থানে আছে ডেলটা লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

এছাড়া   এম.এল ডাইং, এমজেএল বিডি, ওরিয়ন ইনফিইশন, সিঙ্গারবিডি লি. ব্লক মার্কেটে লেনদেন হয়।

অারোও পড়ুন:

 ব্লক মার্কেটে শীর্ষে শাহজালাল ইসলামী ব্যাংক

অাইপিওতে আসছে এডিএন টেলিকম, বিডিং শুরু ৫ নভেম্বর

১০ কোম্পানির শেয়ার লক ফ্রি সময়


আরও পড়ুন:

বিষয়: