ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

টপটেন গেইনারের শীর্ষে ন্যাশনাল টিউবস


নিউজ ডেস্ক
40

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮
টপটেন গেইনারের শীর্ষে ন্যাশনাল টিউবস



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)রবিবার(২৩,সেপ্টেম্বর) ৮.৯০ শতাংশ বা ৯ টাকা ০০ পয়সা শেয়ার প্রতি দাম বৃদ্ধি পেয়ে দাম বাড়ার শীর্ষে (টপটেন গেইনার) উঠে এসেছে ন্যাশনাল টিউবস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে । ডিএসই সূত্র অনুযায়ী,২৩ সেপ্টেম্বর শেয়ারটি সর্বশেষ ১১৯ টাকা ০০ পয়সা দামে লেনদেন হয়। এদিন কোম্পানিটি৩ হাজার ৮৩০ ট্রেডে ১৬ লাখ ৬৬ হাজার ৭৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৭৪ লাখ টাকা। ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ১১১ টাকা ৬০ পয়সা থেকে ১২১ টাকা ০০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ১০০ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ১৪৭ টাকা ০০  পয়সা। গেইনারে ৮.১৬ শতাংশ বা ৩ টাকা ৩০ পয়সা শেয়ার প্রতি দাম বৃদ্ধি পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন্ডফুডস লিমিটেড। কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ৩৪ টাকা ৮০ পয়সা থেকে ৩৯ টাকা ০০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ২৬ টাকা ০০ পয়সা ও সর্বোচ্চ ৪৩ টাকা ৯০ পয়সা। গেইনারে ৬.৩৯ শতাংশ বা ১৬ টাকা ৯০ পয়সা শেয়ার প্রতি দাম বৃদ্ধি পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ৩০৫ টাকা ০০ পয়সা থেকে ৩৩১ টাকা ৫০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ১৪৯ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ৩৬৭ টাকা ৮০ পয়সা। [caption id="attachment_4065" align="alignnone" width="1011"] ডিএসই[/caption] গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লি., স্টাইলক্রাফট লি., আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড,নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল লিমিটেড, এটলাস বাংলাদেশ লি., প্রগতি লাইফ ইন্সুরেন্স লি.।

আরও পড়ুন:

বিষয়: