ঢাকা বুধবার
০৮ মে ২০২৪
২৭ এপ্রিল ২০২৪

লেনদেন বাড়লেও সূচকের নিম্নগতি


Reporter01
34

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪
লেনদেন বাড়লেও সূচকের নিম্নগতি Collected from online



নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। অপরদিকে এদিন টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৩ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪১ দশমিক ২৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৩৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১২৩৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১৯৮০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৯৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৭৪ কোটি ৯২ লাখ টাকা। মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫০টি কোম্পানির, বিপরীতে ৩১০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও পড়ুন:

বিষয়: