ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

রোববার ৬টি কোম্পানির এজিএম


নিউজ ডেস্ক
41

প্রকাশিত: ৩১ জানুয়ারীফেব্রুয়ারি ২০১৭
রোববার ৬টি কোম্পানির এজিএম



স্টাফ রিপোর্টার : বছরের শেষ দিন, রোববার ৬ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে কোম্পানিগুলো হলো- সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, সিএমসি কামাল বা আলিফ ম্যানুফ্যাকচারিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং বিচ হ্যাচারি লিমিটেড। সোনালী আঁশ: এজিএম বেলা সাড়ে ১১টায়, হাউজ নং-৭১, বীর উত্তম এম এ রব সড়ক, ধানমন্ডি আর/এ, ঢাকাতে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে  সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলিফ ম্যানুফ্যাকচারিং: এজিএম দুপুর ১২টায়, হোটেল লেক ব্রিজ, ড্যাফোডিলস রোফ টপ, হাউজ-১৫, রোড-৪২, গুলশান-২, ঢাকাতে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে  আলিফ ম্যানুফ্যাকচারিং ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলিফ ইন্ডাস্ট্রিজ: এজিএম দুপুর ২টায়, হোটেল লেক ব্রিজ, ড্যাফোডিলস রোফ টপ, হাউজ-১৫, রোড-৪২, গুলশান-২, ঢাকাতে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে আলিফ ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং : এজিএম কাল সকাল ১০টায়, করপোরেট অফিস, খুলনা মংলা রোড, কাটাখালি, শ্যামবাগাত, লকপুর, ফকিরহাট, বাগেরহাটে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক: এজিএম বেলা ১১টায়, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রিশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইএএম) ফাউন্ডেশন, ৬৩ নিউ ইস্কাটন, ঢাকাতে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। বিচ হ্যাচারি: ২১তম এজিএম বেলা সাড়ে ১১টায় ও ২২তম এজিএম দুপুর সাড়ে ১২টায়, উত্তরা কমিউনিটি সেন্টার, হাউজ-২০, রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি।

আরও পড়ুন:

বিষয়: