ঢাকা সোমবার
২০ মে ২০২৪
১৮ মে ২০২৪

শেয়ারবাজারে লেনদেন ছাড়ালো হাজার কোটি টাকা


Reporter01
26

প্রকাশিত: ০৬ মে ২০২৪
শেয়ারবাজারে লেনদেন ছাড়ালো হাজার কোটি টাকা Collected from google



নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৯৫ কোটি টাকার বেশি। যা গত ৪৭ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের গত ১৫ ফেব্রুয়ারি এক হাজার ৭৪ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছিলো।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৬ মে ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭২৭ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১২৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৩ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ২০৪৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ৯৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৮১৭ কোটি ৭৬ লাখ টাকা। সোমবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫২টি কোম্পানির, বিপরীতে ৮৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও পড়ুন: