ঢাকা বুধবার
০১ মে ২০২৪
২৪ এপ্রিল ২০২৪

আনলিমা ইয়ার্নের সর্বোচ্চ দরপতন


Reporter01
29

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪
আনলিমা ইয়ার্নের সর্বোচ্চ দরপতন Collected from online



নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ৩৩৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (১৫ এপ্রিল) আনলিমা ইয়ার্নের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ৯৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৪৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ১৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড।

সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- শ্যামপুর সুগার, ডিবিএইচ, জাহিন টেক্সটাইল, একটিভ ফাইন, ন্যাশনাল ব্যাংক, শাইনপুকুর সিরামিকস এবং নাভানা সিএনজি লিমিটেড।


আরও পড়ুন: