ঢাকা রবিবার
২৮ এপ্রিল ২০২৪
২৪ এপ্রিল ২০২৪

দরবৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ


Reporter01
38

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪
দরবৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ Collected from online



নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৬৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (২৪ মার্চ) এশিয়াটিক ল্যাবের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রূপালী ব্যাংকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৫ দশমিক ৪৭ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

রোববার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক ফান্ড, এমারেল্ড অয়েল, শাইনপুকুর সিরামিকস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, শাশা ডেনিমস এবং এনভয় টেক্সটাইল লিমিটেড।


আরও পড়ুন: