ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৯ এপ্রিল ২০২৪

বিদ্যুৎ-জ্বালানি খাতে সম্পদ মূল্য কমেছে ডেসকোসহ ৭ কোম্পানির


Reporter01
38

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৪
বিদ্যুৎ-জ্বালানি খাতে সম্পদ মূল্য কমেছে ডেসকোসহ ৭ কোম্পানির Collected from google



নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভূক্ত কোম্পানি ২৩টি। এর মধ্যে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিক (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ১৯টি কোম্পানি। কোম্পানিগুলোর মধ্যে সম্পদমূল্য (এনএভি) বেড়েছে ১২টির। একই সময়ে সম্পদমূল্য কমেছে ৭টি কোম্পানির এবং ৪টি কোম্পানি হিসাববছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই তথ্য জানা গেছে।

হিসাবছরের দুই প্রান্তিকে তথা ৬ মাসে সম্পদ মূল্য (এনএভি) কমে যাওয়া কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পতেঙ্গা, ডেসকো, এনার্জিপ্যাক পাওয়ার, জিবিবি পাওয়ার, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, খুলনা পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার।

সূত্র মতে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্পদমূল্য কমেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেটের (ডেসকো)। হিসাববছরের দুই প্রান্তিকে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫০ টাকা ৬২ পয়সা। অর্থাৎ ৬ মাসের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য কমেছে ৪ টাকা ৯০ পয়সা।

বারাকা পতেঙ্গা
হিসাববছরের দুই প্রান্তিকে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ২৬ টাকা ৭৮ পয়সা। অর্থবছরের শুরুতে ছিল ২৬ টাকা ৮১ পয়সা। অর্থাৎ ৬ মাসের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য কমেছে ০৩ পয়সা।

এনার্জিপ্যাক পাওয়ার
হিসাববছরের দুই প্রান্তিকে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ৩১ টাকা ০৫ পয়সা। অর্থবছরের শুরুতে ছিল ৩১ টাকা ২৮ পয়সা। অর্থাৎ ৬ মাসের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য কমেছে ২৩ পয়সা।

জিবিবি পাওয়ার
হিসাববছরের দুই প্রান্তিকে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ২০ টাকা ৩২ পয়সা। অর্থবছরের শুরুতে সময়ে ছিল ২১ টাকা ১০ পয়সা। অর্থাৎ ৬ মাসের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য কমেছে ৭৮ পয়সা।

ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন
হিসাববছরের দুই প্রান্তিকে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ১১ টাকা ৭৯ পয়সা। অর্থবছরের শুরুতে ছিল ১১ টাকা ৭৯ পয়সা। অর্থাৎ ৬ মাসের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য কমেছে ৬৭ পয়সা।

খুলনা পাওয়ার
হিসাববছরের দুই প্রান্তিকে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ১৮ টাকা ২৩ পয়সা। অর্থবছরের শুরুতে ছিল ১৯ টাকা ১৯ পয়সা। অর্থাৎ ৬ মাসের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য কমেছে ৯৬ পয়সা।

ইউনাইটেড পাওয়ার
হিসাববছরের দুই প্রান্তিকে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ৫৩ টাকা ০৬ পয়সা। অর্থবছরের শুরুতে ছিলো ৫৩ টাকা ২২ পয়সা। অর্থাৎ ৬ মাসের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য কমেছে ১৬ পয়সা।


আরও পড়ুন: