ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৯ এপ্রিল ২০২৪

দর হারানোর শীর্ষে জিবিবি পাওয়ার


Reporter01
72

প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৪
দর হারানোর শীর্ষে জিবিবি পাওয়ার Collected from google



স্টাফ রিপোর্টার

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টি বা ২৩ দশমিক ৩৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে জিবিবি পাওয়ারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে জিবিবি পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ দশমিক ৩০ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৫ দশমিক ১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ২০ টাকা বা ৭ দশমিক ৩৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে জিবিবি পাওয়ার টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৬৮ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৪ দশমিক ৬৫ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৪ দশমিক ৬৪ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৪ দশমিক ২৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪ দশমিক ১৫ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৪ দশমিক ০৬ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৩ দশমিক ৮৬ শতাংশ, সি পার্ল বিচের ৩ দশমিক ৮১ শতাংশ এবং ইমাম বাটনের ৩ দশমিক ৬২ শতাংশ শেয়ার দর কমেছে।


আরও পড়ুন: