ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

নিটার্সল্যান্ড টিমের সাথে বিজিএমইএ সভাপতির বৈঠক


নিউজ ডেস্ক
59

প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২২
নিটার্সল্যান্ড টিমের সাথে বিজিএমইএ সভাপতির বৈঠক



বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের অবস্থান বরাবরই শক্তিশালী। আমরা জানি বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ। তথ্য প্রযুক্তির সাথে শিল্প খাতের সমন্বয় যা আরো বাড়িয়ে তুলবে বহুগুন। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিশ্বব্যাপী বাজার সম্প্রসারণের লক্ষ্যে সম্প্রতি প্রবর্তিত হয়েছে বাংলাদেশের একমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর প্লাটফর্ম-নিটার্সল্যান্ড। সম্প্রতি ব্লুবিস লিমিটেডের পক্ষ থেকে স্টক টাইমসকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিটার্সল্যান্ড ব্লুবিস লিমিটেডের এক সহযোগী প্রতিষ্ঠান। ব্লুবিস লিমিটেড তৈরি পোশাক শিল্প ছাড়াও তথ্য প্রযুক্তি নির্ভর নানা সেবা নিয়ে কাজ করে আসছে যা বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী দ্বারা পরিচালিত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্প্রতি ব্লুবিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাহিন বিন মাজহার, ডিরেক্টর রেজাউল করিম ও নিটার্সল্যান্ডের ভাইস-প্রেসিডেন্ট মাহমুদ হাসান বর্তমান বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সাথে একটি বিশেষ বৈঠক করেছেন। বৈঠকে তথ্য প্রযুক্তির সহায়তায় তৈরী পোশাক শিল্পের বিশ্বব্যাপী বাজার সম্প্রসারণ ছাড়াও নিটার্সল্যান্ডের পক্ষ থেকে সেইসব পোশাক কারখানার পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে, যারা প্রয়োজনীয় সহযোগীতার অভাবে তাদের উৎপাদন ক্ষমতা অনুযায়ী বিদেশী ক্রেতা আকৃষ্ট করতে পারছেন না। নিটার্সল্যান্ড এখানে স্বচ্ছতার ভিত্তিতে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সম্বনয় সাধন ছাড়াও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে নিরলস কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরও পড়ুন:

বিষয়: