ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

অবশেষে শেয়ারবাজারে সূচক বেড়েছে ৫৫ পয়েন্ট


নিউজ ডেস্ক
55

প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২১
অবশেষে শেয়ারবাজারে সূচক বেড়েছে ৫৫ পয়েন্ট



টানা সাত কার্যদিবস দর পতনের পর অবশেষে সূচক বেড়েছে শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস দিনভর সূচকের ওঠানামা থাকলেও লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৫ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ৭ হাজার ৭৬ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৭২ পয়েন্ট।
সূচক বাড়লেও গত কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ডিএসইতে। ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ১ হাজার ৩১০ কোটি ৭২ লাখ টাকার। যা গত কার্যদিবসের চেয়ে ৩৭২ কোটি টাকা কম। গত কার্যদিবস লেনদেন হয়েছে ১ হাজার ৬৮২ কোটি ৮৫ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩ টির, কমেছে ১৭৯ টির, অপরিবর্তিত আছে ৪২ টির দর। গত সাত কার্যদিবস ধরে এক টানা সূচক কমে ডিএসইতে। প্রধান সূচকটি এ সময়ে হারিয়েছে ২৮৪ পয়েন্ট।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি, এনআরবিসি ব্যাংক, ডেলটা লাইফ, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, জেনেক্স ইনফয়েস লিমিটেড ও ফরচুন।
দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো এনআরবিসি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, গোল্ডেন সন, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, শাইনপুকুর সিরামিকস, ম্যাকসন স্পিনিং, আমরা নেটওয়ার্কস লিমিটেড ও সোনারগাঁও। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪ টির, কমেছে ১৩২ টির, অপরিবর্তিত আছে ২৭ টির দর।

আরও পড়ুন:

বিষয়: