ঢাকা সোমবার
২৯ এপ্রিল ২০২৪
২৪ এপ্রিল ২০২৪

নতুন প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত মালেক স্পিনিংয়ের


নিউজ ডেস্ক
104

প্রকাশিত: ২৩ জুন ২০২১
নতুন প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত মালেক স্পিনিংয়ের



পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ বিএমআরইসহ একটি নতুন প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পটিতে কোম্পানিটি ২১৩ কোটি ১৯ লাখ টাকা বিনিয়োগ করবে। মঙ্গলবার, ২২ জুন কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নতুন প্রকল্পে বিনিয়োগের বিষয়টি অনুমোদন করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ময়মনসিংহের ভালুকায় কোম্পানিটি জমি ও ফ্যাক্টরি ভবন, নির্মাণ ও অন্যান্য. মেশিনারি ও সরঞ্জামাদি স্থাপন করবে। এরফলে কোম্পানিটির প্রতিদিন ৩৫ হাজার কেজি সুতা উৎপাদন হবে। আর বছরে উৎপাদন হবে ১ কোটি ২৬ লাখ কেজি সুতা। বিএমআরই প্রকল্পের পরে কোম্পানির ৭৯ হাজার ৪৬৪টি স্পিনডিল বাড়বে এবং ২ হাজার রোটর খোলা হবে। এতে করে কোম্পানিটির উৎপাদিত পণ্য এবং বিক্রয় থেকে ৬০ শতাংশ আয় বাড়বে। নতুন প্রকল্প স্থাপনে ব্যাংক ঋণ এবং অন্যান্য উৎস থেকে ব্যয় করা হবে।

আরও পড়ুন: