ঢাকা সোমবার
২৯ এপ্রিল ২০২৪
২৪ এপ্রিল ২০২৪

হাংরিনাকি কিনে নিল দারাজ


নিউজ ডেস্ক
106

প্রকাশিত: ০৪ মার্চ ২০২১
হাংরিনাকি কিনে নিল দারাজ



লিবাবার অধিভুক্ত প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ এবার অনলাইনে খাবার অর্ডার ও ডেলিভারির প্লাটফর্ম হাংরিনাকি কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার বিআইসিসিতে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে দারাজের এমডি সৈয়দ মোস্তাহিদল হক, হাংরিনাকির সিইও ও সহ-প্রতিষ্ঠাতা এ ডি আহমেদ এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

হাংরিনাকির সমস্ত সম্পদের অধিগ্রহণ দারাজ করে নিয়েছে বলেও তারা উল্লেখ করেন।তবে হাংরিনাকি তার পুরনো কর্মচারীদের সঙ্গে নিয়ে দারাজের মালিকানাধীন একটি স্বতন্ত্র ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবেই যথারীতি কাজ করে যাবে।দারাজের এমডি সৈয়দ মোস্তাহিদল হক বলেন, "আমরা আমাদের সব গ্রাহকের প্রয়োজনের ভিত্তিতে একটি 'ওয়ান-স্টপ সলিউশন' হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করি। ফুড ডেলিভারি ব্যবসায় বিনিয়োগ সেটিরই বহিঃপ্রকাশ।"

তিনি আরও বলেন, 'হাংরিনাকি বাংলাদেশে ফুড ডেলিভারি ব্যবসার পথিকৃৎ, তাদের মূল গ্রাহক স্থানীয়রা। ফলে নিজেরা ফুড ডেলিভারি ব্যবসায় না গিয়ে এই উদ্যোগকে নিজেদের করে নেওয়াই আমাদের কাছে শ্রেয় মনে হয়েছে।'হাংরিনাকির সিইও ও সহ-প্রতিষ্ঠাতা এ ডি আহমেদ বলেন, 'এটি আমাদের সবার জন্য একটি শুভ মুহূর্ত। দারাজের এই অধিগ্রহণ প্রমাণ করে, আমাদের ই-কমার্স বাণিজ্য নিয়ে আশাবাদী হওয়া যায়। তাছাড়া এটি স্থানীয় অন্যান্য স্টার্ট আপের জন্যও একটি ইতিবাচক লক্ষণ।'

এমন উদ্যোগ ইতিবাচক প্রভাবের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধারে ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।দারাজ দক্ষিণ এশিয়ার অনলাইন বাণিজ্যে একটি শীর্ষস্থানীয় এবং বাংলাদেশে সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর অন্যতম। শতাধিক ক্যাটাগরিতে ১ কোটি পণ্যের যোগান দেয় এটি। প্রতি মাসে বাংলাদেশজুড়ে ২০ লাখেরও বেশি প্যাকেজ ডেলিভারি করে দারাজ। ২০১৮ সালে এই প্রতিষ্ঠানকে আলিবাবা অধিগ্রহণ করে নেয়।

অন্যদিকে, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হাংরিনাকি দেশের প্রথম অন-ডিমান্ড ফুড ডেলিভারি কোম্পানি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ও নারায়ণগঞ্জে ৫ লাখেরও বেশি গ্রাহকের কাছে চাহিদামাফিক খাবার পৌঁছে দিচ্ছে তারা। এইসব শহরে ৪ হাজারেরও বেশি রেস্তোরাঁ তাদের নেটওয়ার্কে রয়েছে।


আরও পড়ুন: