ঢাকা সোমবার
২৯ এপ্রিল ২০২৪
২৪ এপ্রিল ২০২৪

গ্রিন ডেল্টার ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা


নিউজ ডেস্ক
97

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১
গ্রিন ডেল্টার ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা



পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ২৪ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়। ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৮ পয়সা। আর শেয়ারপ্রতি কনস্যুলেটেড সম্পদমূল্য হয়েছে ৬৮ টাকা ৯৫ পয়সা। আগামী ৩০ মার্চ বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ। আগের বছর ৩১ ডিসেম্বর, ২০১৯ হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ছিল ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। সেই বছর কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৩৯ পয়সা।

আরও পড়ুন: