ঢাকা সোমবার
২৯ এপ্রিল ২০২৪
২৪ এপ্রিল ২০২৪

লভ্যাংশ ঘোষণা এইচআর টেক্সটাইলের


নিউজ ডেস্ক
118

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১
লভ্যাংশ ঘোষণা এইচআর টেক্সটাইলের



লভ্যাংশের তথ্য জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এইচআর টেক্সটাইল লিমিটেড। সংস্থাটি জানিয়েছে, ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী মঙ্গলবার। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বুধবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি মাইডাস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। ডিজিটাল প্ল্যাটফর্মে ইজিএম অনুষ্ঠিত হবে। এদিকে সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস প্রথম দুই ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৩ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৯৪ পয়েন্ট। ডিএসইতে আজ হাতবদল হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। দুপুর ১২টা পর্যন্ত ৬৩টি টির দর কমেছে, বেড়েছে ১৬৯টির, অপরিবর্তিত আছে ১০২টির দর। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৪০৫ কোটি টাকার।

আরও পড়ুন: