ঢাকা সোমবার
২৯ এপ্রিল ২০২৪
২৪ এপ্রিল ২০২৪

লেনদেনের প্রথমদিনই বিক্রেতাশূন্য লাভেলো আইসক্রিম


নিউজ ডেস্ক
101

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১
লেনদেনের প্রথমদিনই বিক্রেতাশূন্য লাভেলো আইসক্রিম



শেয়ারবাজারে লেনদেন শুরু করেছে খাদ্য-আনুষঙ্গিক খাতের নতুন কোম্পানি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। লেনদেনেরই প্রথম দিনই সর্বোচ্চ দরবৃদ্ধি হয়ে বিক্রেতাশূন্য হয়ে পড়েছে কোম্পানিটি। আজ বুধবার দুই স্টক এক্সচেঞ্জে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে কোম্পানিটি। কোম্পানিটির ট্রেডিং কোর্ড ‘TAUFIKA’। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ১০ টাকা দরে। লেনদেনের কিছুক্ষণ পর শেয়ারটির দর ৫ টাকা বা ৫০ শতাংশ বেড়ে যায়। এ সময়ে কোম্পানিটি মাত্র ৪ বারে ১৭ হাজার ৪০৮টি শেয়ার লেনদেন করেছে। সার্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু রয়েছে লাভেলোর শেয়ারে। তাই লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে। সেই হিসাবে আজ কোম্পানিটির শেয়ারের দর ৫০ শতাংশ বেড়ে গেছে। এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

আরও পড়ুন: