ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৯ এপ্রিল ২০২৪

তথ্যপ্রযুক্তি খাতের ৪০% কোম্পানির ইপিএস কমেছে


নিউজ ডেস্ক
194

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২১
তথ্যপ্রযুক্তি খাতের ৪০% কোম্পানির ইপিএস কমেছে



দেশব্যাপী ৬৬ দিন লকডাউনের পর জুলাই-সেপ্টেম্বর প্রথম প্রান্তিকে ৬০ শতাংশ কোম্পানির মুনাফা হ্রাস পায় করোনায় অনলাইন বা ইন্টারনেট নির্ভরতা বাড়লেও পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর আর্থিক হিসাব বলছে, ৪০% কোম্পানীর শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বছরের চেয়ে হ্রাস পেয়েছে।

অনলাইন নির্ভরতা বাড়লেও তথ্যপ্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানীগুলো সেভাবে ভালো করতে পারেনি। অন্যান্য কোম্পানির মতো কোভিডের কারণে তাদেরও ব্যবসা ভালো হয়নি। ৫০% কোম্পানির মুনাফা বাড়লেও, বৃদ্ধির হারও খুব বেশি নয়।

সম্প্রতি বাজারের আওতাভুক্ত দশটি কোম্পানি ২০২০-২০২১ অর্থবছরের প্রথমার্ধের আর্থিক হিসাব প্রকাশ করে। আগের বছরের একই সময়ের তুলনায় ৪টি কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হ্রাস পেয়েছে। পাঁচটির ইপিএস বেড়েছে ও একটির ইপিএস বাড়েওনি-কমেওনি।

আইটি কোম্পানি সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মূল গ্রাহক বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান বা গ্রুপ। করোনার কারণে কর্পোরেট প্রতিষ্ঠানের ব্যবসা ক্ষতিগ্রস্থ হওয়ায় সেবাদাতা প্রতিষ্ঠানের ব্যবসায়ও প্রভাব পড়েছে।

এই খাতের কিছু প্রতিষ্ঠান অনলাইন নির্ভরতা কাজে লাগিয়ে ভালো ব্যবসা করেছে। তবে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের অনেকে ভালো ব্যবসা করতে পারেনি।

ব্রডব্যান্ড ইন্টারনেট, নেটওয়ার্কিং, সফটওয়্যার ও হার্ডওয়্যার সেবাদানকারী তালিকাভুক্ত ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড কোম্পানির হেড অব ফাইন্যান্স আবুল কালাম আজাদ-  বলেন, "লকডাউনের সময় কর্পোরেট প্রতিষ্ঠানের ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায়, তার প্রভাব আমাদের কোম্পানীর উপরও পড়েছে।"

"কোভিড-১৯ ছড়িয়ে পড়ার আগে ২০১৯-২০২০ অর্থবছরে ব্যবসা ভালোই ছিল কিন্তু, পরবর্তীতে ভালো করা যায়নি। বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আমাদের ক্লায়েন্ট। লকডাউনের সময় তাদের অফিস বন্ধ থাকায় কোম্পানীর আয়েও প্রভাব পড়েছে।"

কোম্পানিগুলোর প্রকাশিত বাণিজ্যিক তথ্য অনুযায়ী, দেশব্যাপী ৬৬ দিন লকডাউনের পর জুলাই-সেপ্টেম্বর প্রথম প্রান্তিকে ৬০ শতাংশ কোম্পানির মুনাফা হ্রাস পায়। আর ৪০ শতাংশ কোম্পানীর মুনাফা বৃদ্ধি পায়।

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অক্টোবর-ডিসেম্বর দ্বিতীয় প্রান্তিকে তথ্য-প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানের ব্যবসায় উন্নতি হয়নি। তবে, ২০২০-২০২১ অর্থবছরের অর্ধ-বার্ষিক হিসাবে মুনাফার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

অর্ধ-বার্ষিকে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড- এর শেয়ার প্রতি আয় কমেছে ৯১%। প্রথম ছয়মাসে সংস্থাটির আয় হয় ৫.০১ কোটি টাকা, মুনাফা ২.৫৫ লাখ টাকা, যার ভিত্তিতে ইপিএস হয়েছে ০.০২ টাকা।

আগের বছর একই সময়ে ছিল আয় ছিল ৪.৫০ কোটি টাকা, মুনাফা ২৪.৯৮ লাখ টাকা আর ইপিএস ০.২৩ টাকা।

প্রথম প্রান্তিকেও কোম্পানিটির ইপিএস কমেছিল ৯১ শতাংশ।

ইনটেক লিমিটেড নামক আরেকটি প্রতিষ্ঠানের মুনাফা আগের বছরের চেয়ে বেড়েছে ৫০%। গেল বছরের প্রথমার্ধে তাদের মুনাফা হয় ৫৬.৩৭ লাখ টাকা আর ইপিএস ছিল ০.১২। একই সময়ে মুনাফা ছিল ৩৭.৫৮ লাখ টাকা আর ইপিএস ছিল ০.১২ টাকা।

ছয়মাসে ড্যাফোডিল কম্পিউটার্স লি. এর মুনাফা কমেছে ৫৭ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে কমেছে ৩৮ শতাংশ ও প্রথম প্রান্তিকে কমেছিল ৬৯ শতাংশ।

আগের বছরের তুলনায় অর্ধ-বার্ষিকে আমারা নেটওয়ার্কস লি. এর মুনাফা কমেছে ২৬ শতাংশ। প্রথম প্রান্তিকে কমেছিল ৯.৩০ শতাংশ ও দ্বিতীয় প্রান্তিকে কমে ৪৩ শতাংশ।

অর্ধ-বার্ষিকে আমারা টেকনোলজিস লি. এর কমেছে ২৯ শতাংশ। প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে যথাক্রমে মুনাফা কমেছিল ২৩% ও ৩৪ শতাংশ।

আগের বছরের একই সময়ের তুলনায় অর্ধবার্ষিকে এডিএন টেলিকম লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড, আইটি কনসালটেন্টস লিমিটেড ও অগ্নি সিস্টেমস লিমিটেড- এর মুনাফা বেড়েছে যথাক্রমে ৩৫, ১৩, ১৩ ও ৯ শতাংশ করে।

প্রথম প্রান্তিকেএডিএন টেলিকম লি. এর মুনাফা বেড়েছিল ৩৮% আর দ্বিতীয় প্রান্তিকে ৩১%।

প্রথম প্রান্তিকে বিডিকম অনলাইন লি. এর মুনাফা ১৬% কমলেও, দ্বিতীয় প্রান্তিকে বাড়ে ৬৪%।

প্রথম প্রান্তিকে আইটি কনসালটেন্টস লি. ও অগ্নি সিস্টেমস লি. এর মুনাফা বাড়লেও, দ্বিতীয় প্রান্তিকে কোম্পাসহ দুটির মুনাফা কমেছে যথাক্রমে ৩.৭০ ও ১১ শতাংশ।


আরও পড়ুন: