ঢাকা সোমবার
২৯ এপ্রিল ২০২৪
২৪ এপ্রিল ২০২৪

বিডি ওয়েল্ডিংয়ের মজুদ পণ্যের সত্যতা মেলেনি


নিউজ ডেস্ক
107

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০
বিডি ওয়েল্ডিংয়ের মজুদ পণ্যের সত্যতা মেলেনি



স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডসের (বিডি ওয়েল্ডিং) ২০১৮-১৯ অর্থবছরের আর্থিক হিসাবে দেখানো ১৫ কোটি ৫০ লাখ টাকার মজুদ পণ্যের সত্যতা পায়নি নিরীক্ষক। যে কারনে কোম্পানির ওই অর্থবছরের আর্থিক হিসাব নিয়ে আপত্তিকর মন্তব্য (কোয়ালিফাইড ওপিনিয়ন) দিয়েছে নিরীক্ষক। নিরীক্ষক তার প্রতিবেদনে জানিয়েছে, বিডিওয়েল্ডিং কর্তৃপক্ষ আর্থিক হিসাবে দেখানো মজুদ পণ্যের সঠিক রেকর্ড দিতে পারেনি। এছাড়া সীমাবদ্ধতার কারনে স্বশরীরে মজুদ পণ্য গণনা করা যায়নি। যাতে কোম্পানির প্রদত্ত মজুদ পণ্যের পরিমাণ ও দর এর সত্যতা যাচাই করা যায়নি। এদিকে ভাউচার প্রদান না করায় জমি ছাড়া অন্যান্য কেনা স্থায়ী সম্পদের সত্যতা যাচাই করতে পারেনি নিরীক্ষক। কোম্পানি কর্তৃপক্ষ হিসাব মান লঙ্ঘন করে শুধুমাত্র রিভ্যালুয়েশন সারপ্লাসের উপর ডেফার্ড টেক্স গণনা করেছে। ১ লাখ ৪৪ হাজার টাকা ভ্যাট দিয়েছে বলে উল্লেখ করলেও তার কোন চালান ভেরিফাই করতে পারেনি নিরীক্ষক। এই কোম্পানিটিতে বিনিয়োগকারীদের ৩২ লাখ ৬৮ হাজার টাকার লভ্যাংশ পাওনা রয়েছে। তবে এই লভ্যাংশ প্রদানের মতো কোন ফান্ড কোম্পানিতে নেই। উল্লেখ্য, সোমবার, ১৪ সেপ্টেম্বর লেনদেন শেষে বিডিওয়েল্ডিংয়ের শেয়ার দর দাড়িঁয়েছে ২৯.৪০ টাকায়।

আরও পড়ুন: