ঢাকা সোমবার
২৯ এপ্রিল ২০২৪
২৪ এপ্রিল ২০২৪

কাসেম ইন্ডাস্ট্রিজের শেয়ারে মূল্য কারসাজি, ৫ কোটি টাকা জরিমানা


নিউজ ডেস্ক
78

প্রকাশিত: ১৮ জুলাই ২০২০
কাসেম ইন্ডাস্ট্রিজের শেয়ারে মূল্য কারসাজি, ৫ কোটি টাকা জরিমানা



স্টাফ রিপোর্টার : কাসেম ইন্ডাস্ট্রিজের (পুরনো নাম কাসেম ড্রাইসেল) শেয়ারে মূল্য কারসাজির দায়ে ৩ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তিকে প্রায় ৫ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার, ১৬ জুলাই অনুষ্ঠিত বিএসইসির ৭৩২তম কমিশন সভায় এই জরিমানা করা হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। জানা গেছে, কাসেম ড্রাইসেলের শেয়ার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে ২০১৫ সালের ২৯ অক্টোবর থেকে ২০১৬ সালের ৫ জানুয়ারি সময়ে বাজারে শেয়ারের মূল্য ৬৯ টাকা ৬০ পয়সা থেকে ১৩১ টাকা ৭০ পয়সায় উন্নীত করা হয়। দর বাড়ানো হয় ৮৯ দশমিক ২২ শতাংশ। আর পুরো বিষয়টি ঘটানো হয় কারসাজির মাধ্যমে। এই কারসাজিতে নারায়ণ চন্দ্র পাল অ্যান্ড এসোসিয়েটস, সোলায়মান রুবেল অ্যান্ড এসোসিয়েটস, প্রাইম ইসলামি সিকিউরিটিজ ও মো. মাহমুদুজ্জামান এবং মো. মাহিবুল ইসলামের সম্পৃক্ততার প্রমাণ পায় বিএসইসি। এর প্রেক্ষিতে নারায়ণ চন্দ্র পাল অ্যান্ড এসোসিয়েটসকে ৩ কোটি টাকা, প্রাইম ইসলামি সিকিউরিটিজকে ১ কোটি ৫০ লাখ টাকা,  মো. মাহমুদুজ্জামান ও মো. মাহিবুল ইসলামকে ৩০ লাখ টাকা করে এবং সোলায়মান রুবেল অ্যান্ড এসোসিয়েটসকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: