ঢাকা সোমবার
২৯ এপ্রিল ২০২৪
২৪ এপ্রিল ২০২৪

কারখানা বন্ধের সিদ্ধান্ত স্ট্যান্ডার্ড সিরামিকের


নিউজ ডেস্ক
84

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০
কারখানা বন্ধের সিদ্ধান্ত স্ট্যান্ডার্ড সিরামিকের



স্টাফ রিপোর্টার : স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাময়িকভাবে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) জনিত পরিস্থিতি এবং সাধারণ ছুটির কারণে কাঁচামাল দুষ্প্রাপ্য হয়ে পড়া এবং উৎপাদিত পণ্য বিতরণে সমস্যার কারণে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার, ৯ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। প্রাথমিকভাবে ১৯ দিনের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে। এর আলোকে আগামী ১২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত কোম্পানির কারখানা বন্ধ থাকবে। কারখানাটি ২ মে তারিখে চালু হবে। তবে সব কিছুই নির্ভর করবে সামগ্রিক পরিস্থিতির উপর।

আরও পড়ুন: