ঢাকা শুক্রবার
০৯ মে ২০২৫
১১ জুন ২০২৪

ক্রাউন সিমেন্টের নতুন সিইও নিয়োগ


নিউজ ডেস্ক
245

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯
ক্রাউন সিমেন্টের নতুন সিইও নিয়োগ



স্টাফ রিপোর্টার :  মো. মোক্তার হোসেন তালুকদার সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন। সিইও হিসেবে দায়িত্ব নেয়ার আগে তিনি একই গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবছর ফেব্রুয়ারি মাসে ক্রাউন সিমেন্ট গ্রুপে যোগদানের পূর্বে তিনি আমান গ্রুপের পরিচালক (অর্থ) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত ক্রাউন সিমেন্ট গ্রুপে প্রধান আর্থিক কর্মকর্তা ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় র‌্যাংগস গ্রুপ ও সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন খ্যাতনামা কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ২২ বছর দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার। সিরাজগঞ্জে ১৯৭০ সালে জন্ম গ্রহণকরা মো. মোক্তার হোসেন তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সাইন্স বিভাগ থেকে স্নাতোকত্তর ডিগ্রি লাভ করেন। তিনি দি ইনস্টিটিউট অফ র্চাটার্ড একাউনটেন্টস অফ বাংলাদেশের একজন ফেলোর্চাটার্ড একাউনটেন্টস বা এফসিএ।

আরও পড়ুন: