ঢাকা সোমবার
২৯ এপ্রিল ২০২৪
২৪ এপ্রিল ২০২৪

মার্চেন্ট ব্যাংকের কোন পরিচালক এমডি হতে পারবেন না


নিউজ ডেস্ক
92

প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯
মার্চেন্ট ব্যাংকের কোন পরিচালক এমডি হতে পারবেন না



স্টাফ রিপোর্টার : কোনো মার্চেন্ট ব্যাংকের উদ্যোক্তা, পরিচালকরা ও শেয়ারহোল্ডার ওই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হতে পারবেন না। সম্প্রতি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা ১৯৯৬-এ সংশোধনী আনা হয়েছে। আর এ সংশোধনী এনেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সংশোধনী অনুযায়ী, মার্চেন্ট ব্যাংকের এমডি ও সিইও পদে থাকা ব্যক্তি কোনো স্টক এক্সচেঞ্জ কিংবা এক্সচেঞ্জের কোনো সদস্যের বা কোনো সম্পদ ব্যবস্থাপক কোম্পানির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকতে পারবেন না।

বিএসইসি বিধিমালার প্রস্তাবিত খসড়া সংশোধনী সংবাদপত্রে প্রকাশের পর থেকে দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের কাছ থেকে মতামত চেয়েছে।


আরও পড়ুন: