ঢাকা সোমবার
২৯ এপ্রিল ২০২৪
২৪ এপ্রিল ২০২৪

কমছে প্রগতি ইন্সুরেন্সের পরিচালকদের শেয়ার


নিউজ ডেস্ক
85

প্রকাশিত: ৩০ জুন ২০১৯
কমছে প্রগতি ইন্সুরেন্সের পরিচালকদের শেয়ার



মোহাম্মদ তারেকুজ্জামান : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের স্পন্সর ডিরেক্টরদের শেয়ার দিনকে দিন কমতে শুরু করেছে। ২৩ বছর পূর্বে ১৯৯৬ সালে তালিকাভূক্ত হওয়া কোম্পানিটির স্পন্সর ডিরেক্টরদের শেয়ার কেন দিনকে দিন কমে যাচ্ছে সে ব্যাপারে জানতে চেয়ে কোম্পানি সচিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। যতবারই স্টক বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়েছে ততবারই কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে কোম্পানি সচিব ব্যস্ত আছেন এখন কথা বলতে পারবেন না।

কোম্পানির প্রফাইল সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের স্পন্সর ডিরেক্টরদের শেয়ার ছিল ৫৫ দশমিক ৬৮ শতাংশ। ৩০ এপ্রিল ২০১৯ সালে তা নেমে দাঁড়ায় ৩৯ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ এক বছর চার মাস পর স্পন্সর ডিরেক্টরদের শেয়ার কমেছে ১৫ দশমিক ৮১ শতাংশ। আর মাত্র এক মাস পর অর্থাৎ ৩১ মে ২০১৯ সালে স্পন্সর ডিরেক্টরদের শেয়ার নেমে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে তাদের ০ দশমিক ০৭ শতাংশ শেয়ার কমেছে।

কোম্পানিটির স্পন্সর ডিরেক্টরদের শেয়ার এভাবে কমে যাওয়াকে ভালোভাবে নিচ্ছেন না সাধারণ বিনিয়োগকারীরা।

সূত্রমতে, ২০০ কোটি টাকার অনুমোদিত মূলধনি কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিশোধিত মূলধন ৬১ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা। ১০ টাকা ফেসভ্যালুর কোম্পানিটির বর্তমান শেয়ার দর ৩৯ দশমিক ৯০ টাকা। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ১০ পয়সা থেকে ৪১ টাকায় ওঠানামা করেছে। রবিবার, ৩০ জুন কোম্পানিটির ক্লোজিং প্রাইজ ছিল ৩৯ দশমিক ৯০ টাকা।

কোম্পানি সূত্রে আরও জানা যায়, প্রায় এক বছর পূর্বে অর্থাৎ ০২.০৭.২০১৮ সালে কোম্পানিরটি শেয়ার দর ছিল ২২ দশমিক ১ টাকা। আর প্রায় এক বছরের ব্যবধানে ৩০.০৬.২০১৯ সালে কোম্পানির শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৯০ টাকা। এই সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৮ টাকা।

 ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের প্রথম প্রান্তিকে আয় হয়েছে ০ দশমিক ৮৯০ টাকা। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৬ কোটি ১২ লাখ ৯৯ হাজার ৩৭৯টি। ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানিটির বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৩১ দশমিক ৯৯ শতাংশ।


আরও পড়ুন: