ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

শক্তিশালী মুভিং এভারেজের উপরে সূচক


নিউজ ডেস্ক
69

প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯
শক্তিশালী মুভিং এভারেজের উপরে সূচক



স্টাফ রিপোর্টার: ৩ জানুয়ারী, বৃহস্পতিবার বাজারে ব্যাপক বাই প্রেশার লক্ষ্য করা যায়। প্রচণ্ড বাই প্রেশারে সূচক আজ ৯৪.০৩ পয়েন্ট বা ১.৭১% বেড়ে আবারও বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। সূচক বর্তমানে ২০০ দিনের ওয়েটেড মুভিং এভারেজের (ডাব্লিউএমএ) উপরে অবস্থান করছে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী ২০১৮ সালের জানুয়ারীর ৩০ তারিখ সর্বশেষ সূচক ২০০-ডাব্লিউএমএর উপরে অবস্থান করেছিলো। এরপর গত ১ জানুয়ারী, ২০১৯ তারিখে সূচক পুনরায় ডাব্লিউএমএর উপরে চলে যায়। দীর্ঘ প্রায় ১১ মাস পর সূচক এভারেজটির ক্রস করে উপরে যেতে পেরেছে। বর্তমানে সূচক অনেক শক্তি নিয়ে এভারেজটির উপরে অবস্থান করছে। সূচকের বর্তমানে সাপোর্ট এবং রেজিস্টেন্স যথাক্রমে ৫৩৪৫ এবং ৫৬৪৫ লেভেলে। এদিকে আজ সূচক বৃদ্ধির পাশপাশি ভলিউমও ব্যপকহারে বৃদ্ধি পেয়েছে। আরও দেখুন-

ট্রেন্ড লাইন ও রেজিস্টেন্স ব্রেক আউট, মুভিং এভারেজ কি বলছে?


আরও পড়ুন:

বিষয়: