ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

বুধবার সূচকে আবারও বেয়ারিশ ধারা


নিউজ ডেস্ক
48

প্রকাশিত: ১২ জানুয়ারীফেব্রুয়ারি ২০১৮
বুধবার সূচকে আবারও বেয়ারিশ ধারা



স্টাফ রিপোর্টার: ১২ ডিসেম্বর, বুধবার সূচক ৯.৯২ পয়েন্ট বা ০.১৯% কমে আবারও বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে। বেয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে সূচক ট্রেন্ড লাইনে এসে থেমেছে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী সূচকের বর্তমান সাপোর্ট ৫২৫০ লেভেলে। বেয়ারিশ ক্যান্ডেল আগামীতে আরও বেয়ারিশ অবস্থার ইঙ্গিত দিচ্ছে। তবে ট্রেন্ড লাইন এবং সাপোর্ট কাছাকাছি থাকায় অতিরিক্ত বেয়ারিশ অবস্থার আশঙ্কা কম। পাশাপাশি সূচক বলিঙ্গার ব্যান্ডের লোআর ব্যান্ডে অবস্থান করছে। সাধারণত বলিঙ্গার ব্যান্ডের লোআর ব্যান্ডে থেকে রিট্রেস করে সূচক উপরে উঠে যায়। আগামীতে প্রচুর বায়ার মার্কেটে চলে আসলে সূচক উপরে উঠে যাবে। অন্যথায় সাপোর্ট লেভেল পর্যন্ত চলে যাবে। আরও দেখুন-

আবারও বেয়ারিশ ক্যান্ডেল, তবে ভিন্ন কথা বলছে মুভিং এভারেজ


আরও পড়ুন:

বিষয়: