ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

এম.এল. ডাইংয়ের শেয়ার ২১.৮৯ শতাংশ বিদেশি বিনিয়োগকারীর দখলে


নিউজ ডেস্ক
47

প্রকাশিত: ২৭ জানুয়ারীজানুয়ারী ২০১৮
এম.এল. ডাইংয়ের শেয়ার ২১.৮৯ শতাংশ বিদেশি বিনিয়োগকারীর দখলে



স্টাফ রিপোর্টার: এম.এল ডাইংয়ের শেয়ার ২১.৮৯ শতাংশ বিদেশি বিনিয়োগকারীর দখলে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২১.৮৯ শতাংশ শেয়ার। ৩১.৪০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে বাকী  ২১.০৪ শতাংশ সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে। বিস্তারি দেখ ুন লিংকটিতে  ক্লিক করে। ১৭ সেপ্টেম্বর, ১৮ তারিখে ১০০ শতাংশ এক্সপোর্ট  ওরিয়েন্টেড ডাইংয়ের কোম্পানি, এম.এল ডাইংয় দুই স্টক এক্সচেঞ্জে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। কোম্পানির প্রোসপেক্টর থেকে জানা যায়, ১০০ শতাংশ এক্সপোর্ট  ওরিয়েন্টেড (ডাইংয়ের) কোম্পানি হিসেবে এম.এল ডাইংয় এনবিআর থেকে ভ্যাট সুবিধা ভোগ করে। স্টক মার্কেটে লিস্টেড অন্যান্য কোম্পানি থেকে এম.এল ডাইংয়ের সেলস টাকার অংকে বেশি। নিস্নে তুলনামূলক চিত্র দেওয়া হলো। বিস্তারি দেখ ুন লিংকটিতে  ক্লিক করে। আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ২০ কোটি টাকা উত্তোলন করেছে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং স্থাপন করবে এবং আইপিও বাবদ খরচ করেছে।

আরও পড়ুন:

বিষয়: