ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে সাইড লাইনে সূচক


নিউজ ডেস্ক
45

প্রকাশিত: ২৬ জানুয়ারীজানুয়ারী ২০১৮
ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে সাইড লাইনে সূচক



স্টাফ রিপোর্টার: ২৬ নভেম্বর, সোমবার বাইয়ার ও সেলারদের রেষারেষিতে সূচক ৩.০১ পয়েন্ট বা ০.০৬% বৃদ্ধি পেয়ে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। ডাউন ট্রেন্ডের পর ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের আবির্ভাব রিভার্সালের ইঙ্গিত বহন করে। তবে সূচক বর্তমানে সাইড লাইনে থাকায় রিভার্সাল সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছেনা। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী গত কালকের বেয়ারিশ ক্যান্ডেলের পর আজকের ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ায় আগামীকাল সূচকে কিছুটা বাই প্রেশার লক্ষ্য করা যেতে পারে। তবে এই বাই প্রেশারে বাঁধা সৃষ্টিকারী উপাদান হিসেবে কাজ করবে মেজর ট্রেন্ড লাইন। পাশাপাশি মার্কেটের রেজিস্টেন্স লেভেলও খুব কাছাকাছি অবস্থিত। এই ট্রেন্ড লাইন এবং রেজিস্টেন্স লেভেল ব্রেক আউট না করা পর্যন্ত মার্কেটের আপ ট্রেন্ডে ধাবিত হওয়ার কোনও সম্ভাবনা নেই। আরও দেখুন-

সোমবার লেনদেনের শীর্ষে যে তিন খাত


আরও পড়ুন:

বিষয়: