ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

লভ্যাংশ ঘোষণার পর দর পতনের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল


নিউজ ডেস্ক
50

প্রকাশিত: ০৪ জানুয়ারীজানুয়ারী ২০১৮
লভ্যাংশ ঘোষণার পর দর পতনের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (৪নভেম্বর) ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণার পরের দিন ১১.৬৪ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দাম কমার শীর্ষে (টপটেন লুজার) উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্র অনুযায়ী,৪ নভেম্বর শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৭০ পয়সা দামে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১০৩১ ট্রেডে ১৯ লাখ ৮৩ হাজার ৫৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা। ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ১৬ টাকা ০০ পয়সা থেকে ১৮ টাকা ৩০ পয়সায় মধ্যে  উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ১৪ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ২৮ টাকা ১০ পয়সা। [caption id="attachment_6298" align="alignnone" width="1003"] ডিএসই[/caption] লুজারে ৮.৪৮ শতাংশ বা ১০ টাকা ৩০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দ্বীতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লি.(কেপিসিএল)। লুজারে ৮.৩৩ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা শেয়ার প্রতি দাম কমে তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন কোম্পানি লিমিটেড, ফার্মা এইডস লি.ম জিল বাংলা সুগার মিলস্‌ লি., গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানি লি., ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি.,প্রিমিয়ার সিমেন্ট মিলস্‌ লি., মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লি.।

আরও পড়ুন:

বিষয়: