ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

বেয়ারিশ ক্যান্ডেলে সূচকের নিম্নগামী প্রবণতা অব্যাহত


নিউজ ডেস্ক
46

প্রকাশিত: ০১ জানুয়ারীজানুয়ারী ২০১৮
বেয়ারিশ ক্যান্ডেলে সূচকের নিম্নগামী প্রবণতা অব্যাহত



স্টাফ রিপোর্টার: ১ নভেম্বর, বৃহস্পতিবার সূচকে সেল প্রেশার লক্ষ্য করা যায়। ফলে সূচক ২৯.৬১ পয়েন্ট বা ০.৫৬% কমে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে। ট্রেন্ড লাইনে বাঁধাগ্রস্থ হয়ে স্পিনিং টপ ক্যান্ডেলের পর বেয়ারিশ ক্যান্ডেল সূচকে শর্ট টার্ম ডাউন ট্রেন্ডের ইঙ্গিত বহন করছে। গতকালকের স্পিনিং টপ ক্যান্ডেলে মার্কেটে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিলো। সেই অনিশ্চয়তা ভেঙ্গে আজকের বেয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট শর্ট টার্মে নিম্নগামী ধারায় চলে এসেছে। তবে সাপোর্ট লেভেলে বাঁধাগ্রস্থ হওয়ায় আগামীকাল বাইয়ারদের সমাগম থাকলে সূচক এই লেভেল থেকে উঠেও যেতে পারে। টেকনিক্যাল ইনডিকেটর এমএসিডি অনুযায়ী এমএসিডি লাইন সিগনাল লাইনের কাছাকাছি অবস্থান করছে। যদি এমএসিডি লাইন সিগনাল লাইনকে নিচে থেকে ক্রস করে উপরে উঠে যায় তাহলে সূচকে বুলিশ ধারা ফিরে আসার সম্ভাবনা আছে। আর যদি এমএসিডি লাইন সিগনাল লাইন থেকে রিট্রেস করে নিচের দিকে চলে যায় তাহলে মার্কেটে শক্তিশালী বেয়ারিশ ধারা চলে আসবে। আরও দেখুন-

স্পিনিং টপ ক্যান্ডেলে সূচকে অনিশ্চয়তা

বিনিয়োগকারীদের বিওতে কাট্টালি টেক্সটাইলের আইপিওর শেয়ার

প্রাইজবন্ডের ৯৩ তম লটারি ড্রয়ের ফলপ্রকাশ


আরও পড়ুন:

বিষয়: