ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

স্পিনিং টপ ক্যান্ডেলে সূচকে অনিশ্চয়তা


নিউজ ডেস্ক
44

প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৮
স্পিনিং টপ ক্যান্ডেলে সূচকে অনিশ্চয়তা



স্টাফ রিপোর্টার: ৩১ অক্টোবর, বুধবার সূচকে শুরুতে বাই প্রেশার থাকলেও পরবর্তীতে সেল প্রেশার চলে আসে। ফলে সূচক ১৪.৯৫ পয়েন্ট বা ০.২৮% কমে স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করেছে। স্পিনিং টপ ক্যান্ডেল নিউট্রাল অবস্থা প্রকাশ করে। গতকালকে ট্রেন্ড লাইনে বাঁধাগ্রস্থ হয়ে আজ মার্কেটে স্পিনিং টপ ক্যান্ডেলের আবির্ভাব হয়েছে। গত কালকের বুলিশ ক্যান্ডেল তৈরি হওয়া সত্ত্বেও সূচক ট্রেন্ড লাইন এবং রেজিস্টেন্স লেভেলে বাঁধাগ্রস্থ হওয়ায় বুলিশ অবস্থার স্থায়িত্ব সম্পর্কে সঠিকভাবে কোনও ধারণা পাওয়া যাচ্ছিলোনা। আজকের স্পিনিং টপ ক্যান্ডেলের মাধ্যমে সেই অনিশ্চয়তা আরও দৃঢ় হয়েছে। আগামীকাল যদি বাইয়ারদের আধিপত্য থাকে তাহলে সূচকে আবার বুলিশ ধারা লক্ষ্য করা যাবে। অন্যথায় সূচকে নিম্নগামী প্রবণতা চলে আসবে। আরও দেখুন-

রেজিস্টেন্স ব্রেক আউট, ট্রেন্ড লাইনে বাঁধাগ্রস্থ সূচক

গুজবে-হুজুগে লাভ ক্ষতি, পরিত্রাণের উপায়


আরও পড়ুন:

বিষয়: