ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

ব্লক মার্কেটে শীর্ষে বিডি ফাইন্যান্স


নিউজ ডেস্ক
57

প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৮
ব্লক মার্কেটে শীর্ষে বিডি ফাইন্যান্স



স্টাফ রিপোর্টার :  ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার (২৪অক্টোবর,১৮) ব্লক মার্কেটে ৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। ২ ট্রেডে কোম্পানিটির ২৭ লাখ ২২ হাজার ৩৭৬ টিশেয়ার লেনদেন হয়।যার বাজার মূল্য ৪ কোটি ৮ লাখ। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায় ডিএসই জানায়, মূল্যমানের (ভ্যালূর) দিক থেকে প্রথমে রয়েছে বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। দ্বিতীয় অবস্থানে আছে গ্রামীণফোন লিমিটেড। তৃতীয় অবস্থানে আছে ম্যাকসন্স স্পিনিং মিলস্‌ লিমিটেড। [caption id="attachment_5700" align="alignnone" width="698"] ডিএসই[/caption] এছাড়া এম.এল ডাইং,,প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লি., উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লি,.ব্লক মার্কেটে লেনদেন হয়।

আরও পড়ুন:

বিষয়: