ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২০ শতাংশ লভ্যাংশ বৃদ্ধি


নিউজ ডেস্ক
55

প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৮
শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২০ শতাংশ লভ্যাংশ বৃদ্ধি



স্টাফ রিপোর্টার : ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীরাদের জন্য ১২ শতাংশ নগদ  লভ্যাংশ ঘোষণা করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। গত বছর কোম্পানিটি ১০% লভ্যাংশ দিয়েছিল। সে হিসেবে এবছর কোম্পানিটি ২০% লভ্যাংশ বেশী ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে (ইপিএস) ১.১৫ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.১৪ টাকা। সে হিসেবে কোম্পানির আয় বেড়েছে ০০১ টাকা বা ০.৮৭ শতাংশ। গত ৩০ জুন তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮৩ পয়সা।যা আগের বছর একই সময় ছিল ১৮.৩৪ টাকা আগামী ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

আরও পড়ুন:

বিষয়: