ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থনৈতিক জোনে জমি পাচ্ছে বার্জার পেইন্টস


নিউজ ডেস্ক
38

প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৮
ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থনৈতিক জোনে জমি পাচ্ছে বার্জার পেইন্টস



স্টাফ রিপোর্টার: কোম্পানির ব্যবসা সম্প্রসারণের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার কাছে আবেদনের পরিপেক্ষিতে মিরসরাই ও ফেনী অর্থনৈতিক জোনে ৩০ একর জমি অস্থায়ী ইজারা পাচ্ছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রটি বলছে, আগামী ১৭ অক্টোবর তারিখে এ সংক্রান্ত একটি ইজারা চুক্তি সই হবে বেজা ও কোম্পানির মধ্যে। এরপর এই ইজারা কার্যকর করা হবে। কোম্পানিটি প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন,১৮) সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৭৮ পয়সা। যা এর আগের বছর ছিল ১৪ টাকা ৪০ পয়সা। আর সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ছিল ২৯৮ টাকা ৮৯ পয়সা। কোম্পানির বর্তমান অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৩৭ লাখ ৮০ হাজার টাকা। ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির মোট শেয়ারের ৯৫ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের ১.৮৫ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, ১.৫৫ শতাংশ শেয়ার রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এবং ১.৬০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

আরও পড়ুন:

বিষয়: