ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

আজও ব্লক মার্কেটে শীর্ষে কেপিসিএল


নিউজ ডেস্ক
49

প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৮
আজও ব্লক মার্কেটে শীর্ষে কেপিসিএল



স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার (১১,অক্টোবর,১৮) ব্লক মার্কেটে ৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে আজও সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লি.(কেপিসিএল) লিমিটেডের। ২ ট্রেডে কোম্পানিটির ৮ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন হয়।যার বাজার মূল্য প্রায় ১১কোটি ৮৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়। ডিএসই জানায়, মূল্যমানের (ভ্যালূর) দিক থেকে প্রথমে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লি.(কেপিসিএল) । দ্বিতীয় অবস্থানে অছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড.। তৃতীয় অবস্থানে আছে স্টান্ডার্ড ইন্সুরেন্স লি.। [caption id="attachment_4908" align="alignnone" width="682"] ডিএসই[/caption] এছাড়া  ফাইন ফুডস লি.,গ্রামীন ওয়ান : স্কিম টু,নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লি., ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্লক মার্কেটে লেনদেন হয়।

আরও পড়ুন:

বিষয়: