ঢাকা বুধবার
০১ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

মোট লেনদেনে ফুয়েল ও পাওয়ার খাতের ৩ কোম্পানির অবদানই ৩২.১৫%


নিউজ ডেস্ক
40

প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৮
মোট লেনদেনে ফুয়েল ও পাওয়ার খাতের ৩ কোম্পানির অবদানই ৩২.১৫%



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) ১০ অক্টোবর, বুধবার সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফুয়েল ও পাওয়ার খাতে। গত দিনের তুলনায় ফুয়েল ও পাওয়ার খাতের লেনদেন ৬৭.৭৩% বেড়েছে। মোট লেনদেনের দিক থেকে ৩৬.৪১% লেনদেন নিয়ে খাতটি আজ ডিএসইতে শীর্ষে অবস্থান করছে। ডিএসইতে গতকাল এই খাতের অবদান ছিল ২৩.৩৪% যা আজকের দিনের তুলনায় ১৩.০৭% কম। এই খাতে আজও সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ার লিমিটেডের শেয়ার। কোম্পানিটি আজ মোট ১২৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে যা মোট লেনদেনের প্রায় ১৫.৪৮%। এদিকে গত কালকের তুলনায় শেয়ারটির মূল্য ২.৭৩% বৃদ্ধি পেয়েছে। লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিলো একই খাতেরই আরেকটি কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড। কোম্পানিটির আজ ৯৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের ১১.৬৩%। লেনদেনের দিক থেকে তৃতীয় অবস্থানে ছিলো ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটিও ফুয়েল ও পাওয়ার খাতের অন্তর্ভুক্ত। কোম্পানিটির আজ ৪০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের ৫.০৪%। লেনদেনে অবদানের ভিত্তিতে দেখলে আজকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল খাত। টেক্সটাইল খাত: লেনদেনের ভিত্তিতে টেক্সটাইল খাতের অবদান ছিল আজ ১৩.৭২% যা গত দিনের চেয়ে ২.৭৩% কম। এই খাতে আজও সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ ১৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের প্রায় ২.১৯%। তাছাড়া শেয়ারটির মূল্য গত দিনের চেয়ে ০.২৯% বৃদ্ধি পেয়েছে। ইঞ্জিনিয়ারিং খাত: মোট লেনদেনে এই খাতের অবদান ছিল ১০.৬১% যা গত দিনের চেয়ে ৩.৩১% কম। এই খাতে আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইফাদ অটোস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ ১৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের ২.২৯%। এদিকে শেয়ারটির মূল্য গতদিনের তুলনায় ০.০৮% হ্রাস পেয়েছে। এদিকে আজ ইঞ্জিনিয়ারিং খাতের মোট ৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৩টির এবং কমেছে ২৯টির এবং অপরিবর্তিত ছিল ৩টি কোম্পানি। ফুয়েল ও পাওয়ার খাতের ১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১টির এবং কমেছে ৭টির এবং অপরিবর্তিত ছিল ১টি কোম্পানির। টেক্সটাইল খাতের ৫২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত ছিল ১০টি কোম্পানির।

আরও পড়ুন:

বিষয়: