ঢাকা শুক্রবার
০৯ মে ২০২৫
০৫ জুন ২০২৪

ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে সূচকের শর্ট টার্ম ট্রেন্ড লাইন ব্রেক আউট


নিউজ ডেস্ক
81

প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৮
ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে সূচকের শর্ট টার্ম ট্রেন্ড লাইন ব্রেক আউট



স্টাফ রিপোর্টার: ৯ অক্টোবর, মঙ্গলবার সূচকে শুরুতে অনেক বাই প্রেশার থাকলেও বেলা ১১টার পর সেল প্রেশার চলে আসে। ফলে দিন শেষে সূচক ১৪.৮৬ পয়েন্ট বা ০.২৭% বেড়ে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হওয়া সত্ত্বেও শর্ট টার্ম ট্রেন্ড লাইন ব্রেক আউট করায় সূচকে পজিটিভ সম্ভাবনার সৃষ্টি হয়েছে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী সূচক আজ শর্ট টার্ম ট্রেন্ড লাইন ব্রেক করে উপরে উঠে গেছে যা মূলত বুলিশ সিগনাল প্রদান করে। একই সাথে সূচকে আজ ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে যা বেয়ারিশ সিগনাল প্রদান করে। তবে ইনভার্টেড হ্যামার তখনই বেয়ারিশ হয় যখন তা দীর্ঘ আপ ট্রেন্ডের পর তৈরি হয়। বর্তমানে মার্কেটে সেরকম অবস্থা বিরাজ করছেনা। বিশ্লেষকদের মতে মার্কেটের শুরুতে ভালো বাই প্রেশার থাকলেও সূচকের কাছাকাছি অবস্থানে রেজিস্টেন্স লেভেল থাকায় সেখানে বাধাগ্রস্থ হয়ে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের আবির্ভাব হয়েছে। ক্যান্ডেলের শ্যাডো বর্তমানে রেজিস্টেন্স লেভেলে অবস্থান করছে। এদিকে সূচক ৪০ দিনের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের (ইএমএ-৪০) সাথে এবং বলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডের কাছে অবস্থান করছে। আপার ব্যান্ড এবং রেজিস্টেন্স লাইনে বাধাগ্রস্থ হয়ে খানিকটা রিভার্স করার চেষ্টা করতে পারে সূচক। তবে শর্ট টার্ম ট্রেন্ড লাইন ব্রেক আউট করায় এই চেষ্টা বেশিদিন স্থায়ী হবেনা। সূচকের বর্তমান রেজিস্টেন্স ৫৪৭৭ লেভেলে। সূচকের পরবর্তী রেজিস্টেন্স ৫৬৩৩ লেভেলে।  

আরও পড়ুন:

বিষয়: