ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

৩২% লভ্যাংশ দিবে ইফাদ অটোস


নিউজ ডেস্ক
43

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮
৩২% লভ্যাংশ দিবে ইফাদ অটোস



স্টাফ রিপোর্টার: ইফাদ অটোস লিমিটেড ৩০ জুন, ২০১৮ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ স্টক ও ২২ শতাংশ নগদ লভ্যাংশ। আজ শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই ঘোষণা করা হয়। আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ১ পয়সা। আগের বছর কোম্পানির ইপিএস ছিল ৪ টাকা ৮১ পয়সা। আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে ১৮ অক্টোবর রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে। এ তারিখ পর্যন্ত যাদের কাছে শেয়ার থাকবে তারা ঘোষিত লভ্যাংশ পাবেন এবং নিজে অথবা প্রতিনিধি পাঠিয়ে (প্রক্সি) এজিএমে অংশ নিতে পারবেন।

আরও পড়ুন:

বিষয়: