ঢাকা বুধবার
০১ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

ডোজির পর বেয়ারিশ ক্যান্ডেল, ডাউন ট্রেন্ডে সূচক


নিউজ ডেস্ক
40

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮
ডোজির পর বেয়ারিশ ক্যান্ডেল, ডাউন ট্রেন্ডে সূচক



স্টাফ রিপোর্টার: ২৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সূচকে সেল প্রেশার লক্ষ্য করা যায়। ফলে দিন শেষে সূচক ৪৭.৯৬ পয়েন্ট বা ০.৮৯% কমে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে। গত কালকের ডোজি ক্যান্ডেলের পর আজ বেয়ারিশ ক্যান্ডেলের আবির্ভাব সূচকের ডাউন ট্রেন্ডের সম্ভাবনা দৃঢ় করেছে। সাধারণত ডোজি ক্যান্ডেল দ্বারা মার্কেটে অনিশ্চয়তা বোঝায়। ডোজির পরবর্তী ক্যান্ডেল দ্বারা মার্কেটের ট্রেন্ড সম্পর্কে ধারণা পাওয়া যায়। ডোজির পরবর্তী ক্যান্ডেলটি বেয়ারিশ হওয়ায় সূচক শর্ট টার্মে ডাউন ট্রেন্ডে চলে যাবে বলেই ইঙ্গিত দিচ্ছে মার্কেট। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী, সূচক ২০০ দিনের ওয়েটেড মুভিং এভারেজের (ডাব্লিউএমএ-২০০) নিচে অবস্থান করছে। এটি দ্বারা ধরে নেয়া যায় যে সূচক লং টার্মেও ডাউন ট্রেন্ডে অবস্থান করছে। সূচকের বর্তমান সাপোর্ট ৫৩৫০ লেভেলে। সূচকের পরবর্তী সাপোর্ট এবং প্রথম রেজিস্টেন্স যথাক্রমে ৫২৬০ এবং ৫৫৩৮ লেভেলে।

আরও পড়ুন:

বিষয়: