ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

আইটি খাতের লেনদেনে উস্ফলন, শীর্ষে ফুয়েল ও পাওয়ার খাত


নিউজ ডেস্ক
38

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮
আইটি খাতের লেনদেনে উস্ফলন, শীর্ষে ফুয়েল ও পাওয়ার খাত



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) ২৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফুয়েল ও পাওয়ার খাতে। মার্কেটের মোট লেনদেন আগের দিনের তুলনায় স্বল্প পরিমাণে বেড়েছে। গত দিনের তুলনায় ফুয়েল ও পাওয়ার খাতের লেনদেনও ৫৩.০৩% বেড়েছে। মোট লেনদেনের দিক থেকে ২১.৫১% লেনদেন নিয়ে খাতটি আজ ডিএসইতে শীর্ষে অবস্থান করছে। ফুয়েল ও পাওয়ার খাতে আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি আজ মোট ৫১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে যা মোট লেনদেনের প্রায় ৯.৮৭%। লেনদেনে অবদানের ভিত্তিতে দেখলে আজকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল খাত। সবথেকে বেশি ট্রেড, ভলিইম ও ভ্যালু এ সকল খাতে। ইঞ্জিনিয়ারিং খাত: লেনদেনের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং খাত দ্বিতীয় অবস্থানে আছে। মোট লেনদেনে এই খাতের অবদান ছিল ১৮.৮৭% যা গত দিনের চেয়ে ০.৪৭% কম। এই খাতে আজও সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইফাদ অটোস লিমিটেডের শেয়ার। টানা ৩ দিন কোম্পানিটি এই খাতে লেনদেনের শীর্ষে আছে। কোম্পানিটির আজ ৩৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের ৬.৯১%। টেক্সটাইল খাত: এই খাতটি আজকে তৃতীয় অবস্থানে দিন শেষ করেছে। মোট লেনদেনে এই খাতের অবদান ছিল ১৩.৩৭% যা গত দিনের চেয়ে ২.৮৪% কম। এই খাতে আজও সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ার লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ ৩৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের ৬.৭৫%। আইটি খাতএদিকে মোট লেনদেনে অবদানের ভিত্তিতে আইটি খাতে বড় ধরনের পার্থক্য লক্ষ্য করা যায়। আজ মোট লেনদেনে এই খাতের অবদান ছিল ৫.৯২% যা গতকাল ছিল মাত্র ০.৬৩%। আজকের টপ টেন গেইনার ও লুজারের তালিকা নিম্নে প্রদর্শন করা হল-

আরও পড়ুন:

বিষয়: