ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

১৪ শতাংশ লেনদেন কমলেও ফুয়েল ও পাওয়ার খাত শীর্ষে


নিউজ ডেস্ক
38

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮
১৪ শতাংশ লেনদেন কমলেও ফুয়েল ও পাওয়ার খাত শীর্ষে



স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) ২৪ সেপ্টেম্বর, সোমবার সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফুয়েল ও পাওয়ার খাতে। অবশ্য মার্কেটের মোট লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। গত দিনের তুলনায় ফুয়েল ও পাওয়ার খাতের লেনদেনও ১৪.১৮ শতাংশ কমেছে। তবে মোট লেনদেনের দিক থেকে ২২.৩ শতাংশ লেনদেন নিয়ে খাতটি আজ ডিএসইতে শীর্ষে অবস্থান করছে। লেনদেনে অবদানের ভিত্তিতে দেখলে আজকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং খাত এবং টেক্সটাইল খাত। সবথেকে বেশি ট্রেড, ভলিইম ও ভ্যালু এ সকল খাতে। ইঞ্জিনিয়ারিং খাত: লেনদেনের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং খাত দ্বিতীয় অবস্থানে আছে। মোট লেনদেনে এই খাতের অবদান ছিল ১৮.২৪%। টেক্সটাইল খাত: টেক্সটাইল খাত আজকে তৃতীয় অবস্থানে দিন শেষ করেছে। মোট লেনদেনে এই খাতের অবদান ছিল ১৭.৭৭%।

আরও পড়ুন:

বিষয়: