ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

প্রথম ঘণ্টায় সোমবার ডিএসইতে ব্লক মার্কেটে বিশাল লেনদেন


নিউজ ডেস্ক
46

প্রকাশিত: ২২ মার্চ ২০১৮
প্রথম ঘণ্টায় সোমবার ডিএসইতে ব্লক মার্কেটে বিশাল লেনদেন



স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সকালে প্রথম ঘণ্টায় বিশাল অংকের টাকার লেনদেন হয়েছে। মূল মার্কেটে শেয়ার লেনদেন কম হলেও ব্লক মার্কেটে স্বল্প সময়ে এই বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়। লেনদেন হওয়া কোম্পানি দুটি হলো- সামিট পাওয়ার এবং বিএটিবিসি। তবে সামিট পাওয়ারে বেশি লেনদেন হয়েছে। ডিএসই ওয়েবসাইটে সোমবার সকালে সকালে দেখা গেছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) শেয়ারপ্রতি দর সকালে ছিল ৩৫০৫.৬০ টাকা। প্রথম এক ঘণ্টায় ৬,৮২২টি শেয়ার ৩৫৪০ টাকায় ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। অর্থাৎ ২, ৪১, ৪৯, ৮৮০ কোটি টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়। (উপরের চিত্র দেখুন) একই সঙ্গে সামিট পাওয়ারের বিপুল পরিমাণের শেয়ার সকালে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ওয়েবসাইটে দেখা যায়, ৩৯.৯০ টাকা দরে ৭০, ২৩৭, ৪৯৯ টি শেয়ার হস্তাস্তর করা হয়। অর্থাৎ সকালে ২৮০,২৪,৭৬,২১০.১ টাকার শেয়ার লেনদেন হয়। বাকি লেনদেন মূল মার্কেটে হয়েছে বলে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আরও পড়ুন:

বিষয়: