ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

মুভিং এভারেজ রিট্রেসমেন্টের সম্ভাবনা মার্কেটে


নিউজ ডেস্ক
38

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮
মুভিং এভারেজ রিট্রেসমেন্টের সম্ভাবনা মার্কেটে



স্টাফ রিপোর্টার: ২০শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচকে বেয়ারিশ ক্যান্ডেল দেখা গেছে। আজ দিনের শুরুতে কিছুটা বাই প্রেশার থাকলেও ১০ মিনিট যেতে না যেতেই সেল প্রেশারে সূচকে ব্যাপক দরপতন ঘটে। অতঃপর ১১টার দিকে সাইড-ওয়েতে চলে গেলেও ১২টা ৪০ মিনিটের পর থেকে প্রচণ্ড সেল প্রেশার চলে আসায় সূচক আবার নিম্নমুখী ধারায় ফিরে যায়। ফলে দিন শেষে সূচক ৩৮ পয়েন্ট বা ০.৬৯% কমে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী, আজকের বেয়ারিশ ক্যান্ডেলের মধ্য দিয়ে মার্কেট ৩০ দিনের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজে (ইএমএ-৩০) বাধাগ্রস্থ হয়েছে। তাছাড়াও মার্কেট বর্তমানে ১০ দিনের সিম্পল মুভিং এভারেজের (এসএমএ-১০) নিচে অবস্থান করছে। বিশ্লেষকদের মতে, আগামী দিনগুলোতে যদি যথেষ্ট পরিমাণ বাইয়ার চলে আসে তাহলে এসএমএ-১০ লাইনটি ইএমএ-৩০ লাইনের কাছাকাছি এসে রিট্রেস করে উপরের দিকে চলে যাবে (বুলিশ সিগনাল)। বৃহস্পতিবার ডিএসইতে ৮২৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা আগের দিনের চেয়ে প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা বেশি। গত বুধবার ডিএসইতে ৮২৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ২২৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর।

আরও পড়ুন:

বিষয়: