ঢাকা বুধবার
০১ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

লিগ্যাসি ফুটওয়্যারের প্রতিষ্ঠানিক ট্রেডারদের ১৮.৮০% শেয়ার উচ্চমূল্যে বিক্রয়


নিউজ ডেস্ক
41

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৮
লিগ্যাসি ফুটওয়্যারের প্রতিষ্ঠানিক ট্রেডারদের ১৮.৮০% শেয়ার উচ্চমূল্যে বিক্রয়



স্টাফ রিপোর্টার :  পুঁজিবাজারে  তালিকাভূক্ত লিগ্যাসি ফুটওয়্যারের প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগকৃত (ট্রেডিং) সিংহভাগ শেয়ার (১৮.৮০% শেয়ার) উচ্চমূল্যে বাজার দরে বিক্রয় করেছেন। তাদের হাতে আছে মাত্র ৫.৫৫% শেয়ার। মাত্র দুই মাস ১৫ দিনে শেয়ারটির দাম প্রায় ২৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। [caption id="attachment_3728" align="alignnone" width="994"] ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারি দেখ ুন লিংকটিতে  ক্লিক করে।[/caption] ডিএসইতে ১৩ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে লেনদেন  হওয়া কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ২৬২ টাকা ৮০ পয়সা। গত প্রায় এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল  ৩৬ টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ দর ২৮০ টাকা ০০ পয়সা। সর্বনিম্ন ও সর্বোচ্চ বাজারমূল্যে মধ্যে ২৪৩.৮০ টাকা ব্যবধান হয়েছে। বিস্তারিত ডিএসইতে  দেখ ুন লিংকটিতে  ক্লিক করে। তথ্যানুসারে, ২৬ জুলাই লিগ্যাসি ফুটওয়্যার স্থানীয় মার্কেটে ‘লিগ্যাসি’ ব্রান্ডে চামড়াজাত পণ্য উৎপাদন ও বিপণণ করার সিদ্ধান্ত নেয়। কোম্পানিটি রপ্তানি মার্কেটের পাশাপাশি স্থানীয় মার্কেটের জন্য প্রতিদিন ৩০০ জোড়া পণ্য উৎপাদনের বিপণণ করার সিদ্ধান্ত নেয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে  

আরও পড়ুন:

বিষয়: