ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

পুঁজিবাজার হবে উন্নত বাংলাদেশ বিনির্মানের উৎস: প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক
42

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮
পুঁজিবাজার হবে উন্নত বাংলাদেশ বিনির্মানের উৎস: প্রধানমন্ত্রী



স্টাফ রিপোর্টার : পুঁজিবাজার হবে উন্নত বাংলাদেশ বিনির্মানের উৎস। বাংলাদেশ  সিকিউরিটিজ  অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠার ২৫ বছরপূর্তি উপলক্ষে ১২ সেপ্টেম্বর রজত জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। ক্ষুদ্র বিনিয়োগকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে তিনি বলেন , কোনো কোম্পানিতে বিনিয়োগের পূর্বে সেই কোম্পানি সম্পর্কে বিস্তারিত জেনে-শুনে এবং বুঝে বিনিয়োগ কেরবেন। লোভে পড়ে, কোনো কোম্পানিতে বিনিয়োগ না করতে অনুরোধ করেন তিনি। তিনি আরও বলেন, ‘আমরা চাই না, পুঁজিবাজারে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হোক।’ কারও কথায় প্ররোচিত হয়ে বিনিয়োগ না করতে বিনিয়োগকারীদেরকে অনুরোধ করেন। অপরদিকে পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

আরও পড়ুন:

বিষয়: