ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

মূল্য সংবেদনশীল তথ্য নেই এ্যাকটিভ ফাইনের


নিউজ ডেস্ক
43

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮
মূল্য সংবেদনশীল তথ্য নেই এ্যাকটিভ ফাইনের



স্টাফ রিপোর্টার: ডিএসই নোটিসের জবাবে, এ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে । ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত দশ কার্যদিবসে এ্যাকটিভ ফাইনের শেয়ার দর প্রায় ১৫ শতাংশ বেড়েছে। গত ২০ আগস্টে কোম্পানির শেয়ারের দর ছিলো ৩৭.৬০ টাকা। আর ১০ সেপ্টেম্বরে হয়েছে ৪৩.৩০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫.৭০ টাকা। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই। ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ৪২ টাকা ৭০ পয়সা থেকে ৪৪ টাকা ৯০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ২৮ টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ ৪৬ টাকা ৬০ পয়সা।  

আরও পড়ুন:

বিষয়: