ঢাকা বৃহস্পতিবার
০২ মে ২০২৪
২৩ এপ্রিল ২০২৪

যৌবনে বিএসইসি, রজত জয়ন্তী উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা


নিউজ ডেস্ক
41

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮
যৌবনে বিএসইসি, রজত জয়ন্তী উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা



স্টাফ রিপোর্টার : প্রতিষ্ঠার ২৫ বছরপূর্তি উপলক্ষে রজত জয়ন্তী পালনের উদ্দেশ্যে অাগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ  সিকিউরিটিজ  অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রজত জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিএসইসি আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানায় হয়। উদ্বোধনী অনুষ্ঠান : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে সপ্তাহব্যপী এ আয়োজনের উদ্বোধনী করবেন।  এছাড়া জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সংসদ সদস্যগণ, সিনিয়র সচিব, সচিব, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষকবৃন্দ, পেশাজীবী সংগঠনের নের্তৃবৃন্দ, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএলসহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। সেমিনার: ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার চট্টগাম ক্লাব  লিমিটেডে পুঁজিবাজার বিভয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন সাইফুজ্জামান চেীধুরী, মাননীয় প্রতিমন্তী, ভূমি মন্ত্রণালয়। অালোচনা সভা ও স্মৃতিচারণ: ১৫ সেপ্টেম্বর শনিবার গ্রান্ড বল রুম, হোটেল লা মেরিডিয়ানে অালোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. এম. খায়রুল হোসেন, চেয়ারম্যান,  বাংলাদেশ  সিকিউরিটিজ  অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি পরিবারের পূর্নমিলনী: ১৬ সেপ্টেম্বর রবিবারে সিকিউরিটিজ কমিশন ভবণের মাল্টিপারমাস হলে বিএসইসি পরিবারের পূর্নমিলনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মাননীয় মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কর্পোরেট গর্ভানেন্স বিষয়ক সেমিনার: ১৭ সেপ্টেম্বর সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হারমনি ও কার্নিভান হলে কর্পোরেট গর্ভানেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এম, এ, মান্নান মাননীয় প্রতিমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ এবং নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম।

আরও পড়ুন:

বিষয়: